০৮/১১/২০২৫, ০:০৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অকার্যকর ঘোষিত পাঁচ ব্যাংকের দায়িত্ব পেলেন যারা

অকার্যকর ঘোষিত পাঁচ ব্যাংক পরিচালনায় নতুন করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

এর মধ্যে এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শওকত উল আলমকে। সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন পরিচালক সালাহ উদ্দিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক বদিউজ্জামান দিদার। ইউনিয়ন ব্যাংকের প্রশাসক আবুল হাশেম ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মাকসুদুজ্জামান।

গভর্নর বলেন, প্রশাসক দিয়ে এই পাঁচটি ব্যাংক পরিচালিত হবে। ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে যে জনবল রয়েছে তাই থাকবে। কাউকে বাদ দেয়া হবে না। আগের মতোই বেতন পাবেন তারা। ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হলেও বেসরকারি ব্যাংকের মতই চলবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, এই পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে গঠিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, বিগত সরকারের আমলে এ ব্যাংকগুলোর মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম। আর একটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার। সেসময় ব্যাংকগুলোর হাজার হাজার টাকা নামে-বেনামে সরিয়ে নেয়ায় আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাঁচ শরিয়াহ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন