অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক ওয়ারেন্ট অফিসার চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৬০)।
তিনি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার রহিম বিশ্বাসের ছেলে। যশোরে পরিবার-পরিজন নিয়ে থাকতেন তিনি।
গতকাল সোমবার যশোর থেকে বাসে করে নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আবুল কালাম আজাদ। এরপর শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের শরীরে বিষক্রিয়া পাওয়া গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাসের মধ্যে অজ্ঞান পার্টির লোকজন আবুল কালাম আজাদকে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কুষ্টিয়া শহরের এক বন্ধুর সহায়তায় তিনি হাসপাতালের ভর্তি হন। আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
