১৯/০৬/২০২৫, ০:১৯ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:১৯ পূর্বাহ্ণ

২০২০ সালের অটোচালক জামান হত্যা: তিনজনের ফাঁসির আদেশ

জামান হোসেন নামে এক অটোরিকশাচালক হত্যার আড়াইহাজার থানার এক মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান।

হত্যার শিকার অটোরিকশাচালক জামান হোসেন আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারে বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান বলেন, আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি এড. আবুল কালাম আজাদ জাকির গণমাধ্যমকে জানান, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি অটোরিকশাচালক জামানের হিসেবে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

এনএ/

দেখুন: দিনে দুপুরে ঘুস নিচ্ছেন ময়মনসিংহের সহকারী ভূমি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন