২০/০৬/২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ

অধ্যক্ষ শাহিনুরের পুনর্বহালের দাবিতে পাঁচবিবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ শাহিনুর রহমানকে পুনঃ বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১১টায় পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নিকট এই স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাকিব সরদার, রকি সরদার, রিমন সরদার, রিপন সরদার, নিরব হাসান, পার্থ ও রনি প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ শাহিনুর রহমান একজন দক্ষ, মেধাবী ও শিক্ষার্থীবান্ধব অধ্যক্ষ হিসেবে কলেজে দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়োগ সংক্রান্ত জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে বরখাস্ত অবস্থায় থাকায় কলেজের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত তাঁকে পুনর্বহাল করার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, আমি স্বারকলিপিটি গ্রহণ করেছি। এটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অধ্যক্ষ শাহিনুর রহমান নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে কলেজে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। তাঁর পুনর্বহাল নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা ও আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে।

পড়ুন : জয়পুরহাটে বিবাদ মিমাংসা করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন