অনলাইনে বিজ্ঞাপন দেখাই বিনিয়োগ করে দ্বিগুণ টাকা লাভ! এমন লোভে পড়ে প্রায় অর্ধকোটি টাকা হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেহেদী হাসান আরাফাত নামে এক ব্যক্তি। মেহেদী হাসান আরাফাত পেশায় একজন দলিল লেখক। নিঃস্ব হয়েছে মেহেদীর পরিবার।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, শুধু রিফাত নয়, এই অনলাইন প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিন কোটি টাকা হারিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের নিরীহ মানুষ। এসব ঘটনায় মামলা দায়েরের পর এই সিন্ডিকেটের প্রধান হৃদয় হোসেন রিফাত (২৩) কে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার (০১ অক্টোবর) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী মেহেদী হাসান আরাফাত জানান, প্রায় তিন মাস আগে আমার টেলিগ্রাম অ্যাপসে নক দিয়ে একটি লিংক পাঠানো হয়। তখন বলা হয় ওই লিংকে ঢুকে রেজিষ্ট্রেশন করলে তারা উপহার দিবে। সেখানে ঢুকে রেজিষ্ট্রেশন করার পর আমার বিকাশে ১১০০ টাকা পাঠায়। পরে আমাকে একটি গ্রুপে যুক্ত করা হয়।
সেখানে বলা হয়, ১০ হাজার টাকা বিনিয়োগ করে একটি লিংকে ঢুকে শুধু বিজ্ঞাপন দেখলে ১৫ হাজার টাকা লাভ দিবে। তাদের কথা মতো ১০ হাজার টাকা বিনিয়োগ করে ১৫ হাজার টাকা লাভ পাই। পরবর্তীতে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে লাখ টাকা লাভের কথা বলে।
৫০ হাজারে এক লাখ ১০ হাজার টাকা দেয়। আমাকে আবারও প্রলোভন দেখানো হয় এক লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ৫ লাখ টাকা লাভ দেওয়া হবে। সেই টাকা বিনিয়োগ করলে তারা কথা অনুযায়ী লাভ পাঠায় ব্যাংকে। এমন ভাবে লেনদেন চলতে থাকলে যখন আমার অর্ধকোটি টাকা ইনভেস্ট করি হঠাৎ তারা যোগাযোগ বন্ধ করে দেয়, টালবাহানা শুরু করে। পরে বাধ্য হয়ে গত আগস্ট মাসে মামলা দায়ের করি।
ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পরিদর্শক বেলাল উদ্দিন জানান, মামলার পর আমাদের উপর দায়িত্ব পড়ে। পরে তদন্ত করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকার দনিয়া এলাকা থেকে হৃদয় হোসেন রিফাত নামে এই চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তার কাছ থেকে ১০টি মোবাইল ফোন, চেক বই এবং ১৮ টি বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া যায়। তারা একটি ওয়েবসাইট ব্যবহার করে এই প্রতারণা করে আসছে। হিসেব অনুযায়ী এই চক্রটি দেশের বিভিন্ন জায়গার নিরীহ মানুষের তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর সাথে আরও দুই জনের নাম জানা গেছে। জড়িত অন্যদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

