গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনিয়মতান্ত্রিকভাবে গঠন করার অভিযোগে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলা কমিটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) যুবদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাগিব হাসান চৌধুরি ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর যৌথ স্বাক্ষরে এক চিঠিতে এই কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়।
রাগিব হাসান চৌধুরি বলেন, যুবদল রসুলপুর ইউনিয়ন শাখা কমিটি অনিয়মতান্ত্রিকভাবে গঠিত হওয়ার কারণে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
এদিকে, একই দিনে যুবদল সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত কারণ দর্শানো চিঠিতে উল্লেখ করা হয় যে, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও জেলা যুবদলের সাথে পরামর্শ বা অবহিতকরণ ব্যতিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করে সংগঠনে অস্থিরতা তৈরী করছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠনের নীতি ও শৃঙ্গলা পরিপন্থী এহেন কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২ সেপ্টেম্বর এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।
এই চিঠির বিষয়ে সাদুল্লাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখুর জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।
কমিটি বিলুপ্তি ও কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে যুবদল গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো বলেন, গত ২২ আগস্ট রসুলপুর ইউনিয়ন কমিটির পরিচিত সভা অনুষ্ঠানের বিষয়ে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। এ কমিটির বিষয়ে আমরা জেলা নেতৃবৃন্দ অবগত ছিলাম না। অনিয়মভাবে কমিটি করায় সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক দুই নেতাকে শোকজ করেছে।
তিনি আরও বলেন, যুবদল একটি সুশৃঙ্খল দল। দলের নিয়ম ভঙ্গ করে কেউ কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: উপজেলা ভূমি কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন
দেখুন: কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের ১ মাসের কারাদণ্ড
ইম/

