১৪/০৭/২০২৫, ১২:১০ অপরাহ্ণ
26.7 C
Dhaka
১৪/০৭/২০২৫, ১২:১০ অপরাহ্ণ

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ

আগামীকাল রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও চলমান উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার (৪ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, চলমান কোটা আন্দোলন ঘিরে সহিংসতা সারা দেশে বাড়লে গত ১৭ জুলাই রাতে দেশের সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গত ৩১ জুলাই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ আগস্ট থেকে খোলার নির্দেশনা দেয় সরকার। তবে ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন