39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

আগের থেকে অনেক ভালো আছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারপারসন বেগম খালেদা জিয়া এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি গতকাল (১১ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

ছেলে তারেক রহমানের বাসায় থেকে এখন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানান ডা.জাহিদ।

তিনি জানান, বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমানসহ তিন নাতনি তাঁর দেখভাল করেছেন। উনি মানসিকভাবে অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে ‘দ্যা লন্ডন ক্লিনিক’ এর চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। এ মুহূর্তে উনি উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় উনাদের তত্ত্বাবধানে অর্থাৎ প্র্রফেসর প্যাট্টিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস এবং ড. ব্যারেড উনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন বাসায় উনার চিকিৎসা চলছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে-মধ্যে তা হচ্ছে। দেশবাসীসহ প্র্রবাসীদের বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চান অধ্যাপক জাহিদ।

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেরদিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্ররো আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিকের থেকে চিকিৎসদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় উঠেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কবে দেশে ফিরবেন সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম কবে নাগাদ দেশে যাবেন এটা এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা উনাকে মনে করবেন যে, বিদেশ থেকে দেশে যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন তখনই ইনশাল্লাহ তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফেরত যাবেন।’

এনএ/

দেখুন: ভারতকে কেন দেখতে পারে না বিশ্বের অনেক দেশ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন