অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে।’
শপথ গ্রহণের দুই দিন পর আজ শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে অফিস করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দুই ঘণ্টার মতো মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কত দিন থাকবে তা এখনই বলা যাবে না। প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনসহ যেসব প্রতিষ্ঠান সংস্কার করা প্রয়োজন, সেগুলো করতে যত সময় লাগবে তা করা হবে। গণ–আন্দোলনকারীদের কাছ থেকে আহ্বান আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত, সেটা তাঁর ওপর ছেড়ে দিতে চাই।’
প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘ছাত্র-জনতার দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত। সাবেক ডিবিপ্রধানের কাছ থেকে তিনি উপহার নিয়েছিলেন, যেটা তিনি পারেন না। ছাত্র আন্দোলনের পক্ষেও তিনি ছিলেন না।’
তিনি আরও বলেন, ‘আইনের সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক বসাব। শিক্ষার্থী আন্দোলনের এটা একটা দাবি। ১৫ বছরে যত খারাপ আইন হয়েছে সেগুলো সংস্কার বা বাতিল করা হবে।’