17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের  অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শুক্রবার (৯ আগস্ট) তার অফিশিয়াল ভেরিফাইড পেজে এ বার্তা প্রকাশ করেন তিনি।

মমতা পোস্টে লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক,  মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।’

বাংলাদেশের পরিস্থিতি উন্নত হওয়ার আশা প্রকাশ করে মমতা ওই পোস্টে আরও জানান, ‘আশা করি, খুব শিগগিরই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন