সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বতী সরকারের সংলাপে বসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব। সিলেটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সংস্কারের পক্ষে বিএনপিও। তবে তা যৌত্তিক সময়ের মধ্যে করতে হবে।
ব্যাক্তিগত সফরে বিএনপি মহাসচিব সিলেটে যান। সেখানে আয়োজন করা হয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের।
মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলে আসছে। সে লক্ষ্যে ৩১ দফাও দেয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া অনির্দিষ্ট সময়ের জন্য হলে চলবে না।
অন্যদিকে নোয়াখালীতে বন্যাদুর্গতদের মাঝে ক্রান বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন দেশবাসীর মন জগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে।
আর ঢাকায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সেখানে দলটির নেতা হাফিজ উদ্দিন বলেন শেখ হাসিনা ভারতে বসেও ষড়যন্ত্র করছেন।
বিএনপি নেতারা বলেন, পরাজিতরা এখন ষড়যন্ত্র করতে ব্যস্ত এদরে থেকে সাবধান থাকতে হবে সবাইকে।