16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে সময়-সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বেশকিছু কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করছে। এজন্য তাদেরকে সময়-সুযোগ দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন যত শিগগির সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাজ শেষ করে নির্বাচনের দিকে দেশ ও জাতি এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন। সংস্কারের জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছেন। এই ভাষণে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছে। ফ্যাসিবাদ শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে। একই সময়ে শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সরকারের নেওয়া সংস্কারগুলোর, মধ্যে জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য যে সংস্কার সেটি দ্রুত শেষ হবে বলে আমাদের প্রত্যাশা থাকবে। এই সরকার আন্দোলনের মধ্যে দিয়ে এসেছে, আশা করি তারা জনগণের আশা-আশঙ্খার প্রতিফলন ঘটাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করতে আমরা ২ দিনের কর্মসূচি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কর্মসূচির মধ্যে ১৪ সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে গত ১৫ বছরে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন ও নির্যাতিত হয়েছেন, তাদের স্বজনরা অংশ নিবেন। আর ১৫ তারিখ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হবে আপামর জনসাধারণের।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন