- Advertisement -

ইমো হ্যাক করে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে, রীতিমত ছিলো ট্রেইনিং কোর্স। সিক্স সেভেন পাশ প্রশিক্ষকরা টাকার বিনিময় এলাকায় এলাকায় গিয়ে দিতো প্রশিক্ষণ। অর্থ হাতিয়ে নিতে টার্গেটদের অধিকাংশিই প্রবাসী জানালেন, ডিএমপি গোয়েন্দা প্রধান।
চক্রটি প্রবাসীদের স্বজনদের ইমু এ্যকাউন্ট হ্যাক করে সাজতেন স্বজন। এরপর বিপদের কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নিতো কষ্টার্জিত টাকা। তদন্তে নেবে গোয়েন্দাদের চোখও ছানাবড়া। প্রতারকদের কেউই সাত আট ক্লাস পাশের উপরে করেননি লিখা পড়া।
এই প্রতরণার প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকরাই যেতেন ছাত্রদের কাছে।
গোয়েন্দা প্রধান বলেন মাঠ পর্যায়ের একাংশ ধরা পরলেও এবার টার্গেটে প্রশিক্ষক দল।
- Advertisement -
