
করোনায় আজ এ যাবৎকালের সর্বোচ্চ, ২১২ জনের মৃত্যুর খরব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মহামারি শুরুর পর এক দিনে এতো মৃত্যু আর দেখেনি দেশের মানুষ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন আর কঠোর বিধিনিষেধ। এর মধ্যেই সর্বোচ্চ প্রাণহানির খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সোয়া এক বছরে এক দিনে এতো মৃত্যু আগে দেখেনি দেশ। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল গত বুধবার ২০১ জন।
স্বাস্থ্যবিভাগের হিসাবে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১২ জন। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট মৃত্যু ১৬ হাজার ৪ জনের। আক্রান্ত ১০ লাখ ৫৪৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৮৬টি নমুনা। যাতে শনাক্তের হার ৩০ দশমিক নয় পাঁচ শতাংশ।
আজ সবচেয়ে বেশি প্রাণহানি খুলনা বিভাগে ৭৯ জনের। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রাজধানীতে ৫৩ জন। এছাড়া চট্টগ্রামে ২৬ জন, রাজশাহীতে ২৩, রংপুরে ১২, ময়মনসিংহে ৮, সিলেটে ৬ এবং বরিশালে মারা গেছেন ৫ জন।
দেশে গত এক মাসের ব্যবধানে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা, মৃত্যু ও শনাক্তের হার কয়েক গুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে যথাযথ পদক্ষেপ না নিলে, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের।
সিমু/ফই
