
করোনাকালে দেশে এক লাখ নতুন ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয়েছে। আগামী বছরের মধ্যেই আসতে পারে আরও পাঁচ লাখ।
এক ভার্চুয়াল সভায় করোনাকালে ই-কমার্স খাতের অর্থনীতি কেমন চলছে, সে বিষয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ।
গবেষণা প্রতিবেদনে সিপিডি জানিয়েছে, গুণগত মান আর সময়মতো পণ্য পৌঁছে দেয়া, এখনো বড় চ্যালেঞ্জ। এক গবেষণা প্রতিবেদনে এসব কথা জানিয়েছে সিপিডি।

এক ভার্চুয়াল সভায় করোনাকালে ই-কমার্স খাতের অর্থনীতি কেমন চলছে, সে বিষয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ।
সিপিডি মনে করছে মহামারির মধ্যে ইন্টারনেটে সেবা হয়ে এসেছে আরও সহজলভ্য। বিকাশ ঘটছে ডিজিটাল অর্থনীতির।
ডিজিটাল মাধ্যমে পণ্যের মান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। সময়মতো পণ্য পৌঁছে দেয়া আর ব্যবস্থাপনাতেও হতে হবে আরও দক্ষ।
দেশে এখন ফেসবুককেন্দ্রীক উদ্যোক্তা ৫০ হাজারের বেশি। ওয়েবসাইভিত্তিক উদ্যোক্তার সংখ্যা দুই হাজার। আর ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রায় ২০ হাজার।
সাশা/তার/ফই
