
ঢাকার বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনাতে প্রাণহানি সর্বোচ্চ ৫১ জন। নগরের পাশাপাশি গ্রামের ৫০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, নিবন্ধনের জন্য বয়সসীমা ৩৫ বছর করে দেশে ফের শুরু হচ্ছে গণটিকাদান কার্যক্রম। ফারাহ্ হোসাইনের রিপোর্ট।
মৃত্যুর মিছিল থামছেনা কোনভাবেই। ঢাকা ছেড়ে এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে সংক্রমন। খুলনাতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় বিগত সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়াতে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। খুলনাতে ১৩ জন, যশোরে ৬জন।
করোনার হটস্পষ্ট রাজশাহীতে গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ১৮জন। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে। মৃত ১৮ জনের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। পাবনা হাসপাতালে অক্সিজেন সংকটে ৪জনের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রংপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৫ জন করে। এছড়া সিলেটে ৮ জন, চট্টগ্রামে ৫ এবং ফরিদপুর জেলায় ১২, টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু হয়েছে ।
এদিকে, ৫০ শতাংশ করোনা রোগী এখন গ্রামের বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। নিবন্ধনতরাই আগে টিকা পাবেন।
ইতোমধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ফাহো/ফই
