
গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে, ঐতিহ্যবাহি রাস উৎসব। ভোরে সৈকতে গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা।
স্নানের পূর্বে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরতিকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন তারা। এসময় উলুধ্বনি ও মন্ত্রোপাঠে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। এছাড়া মাথা ন্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডিদান করেন অনেক মানতকারী। পরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন হিন্দুধর্মালম্বীরা।