Home অন্যান্য গঙ্গাস্নানে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা

গঙ্গাস্নানে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা

গঙ্গাস্নানে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা

গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে, ঐতিহ্যবাহি রাস উৎসব। ভোরে সৈকতে গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা।

স্নানের পূর্বে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরতিকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন তারা। এসময় উলুধ্বনি ও মন্ত্রোপাঠে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। এছাড়া মাথা ন্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডিদান করেন অনেক মানতকারী। পরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন হিন্দুধর্মালম্বীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here