Home অন্যান্য মির্জাপুরে রাফিউর সানিকে গণসংবর্ধনা

মির্জাপুরে রাফিউর সানিকে গণসংবর্ধনা

মির্জাপুরে রাফিউর সানিকে গণসংবর্ধনা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, মির্জাপুরের কৃতি সন্তান, জননেতা রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)। এ উপলক্ষে উপজেলার চার ইউনিয়নবাসীর উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার ২২ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের পেকুয়ায় গণসংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ১৩ নং বাঁশতৈল, আজগানা, লতিফপুর ও তরফপুর ইউনিয়ন আওয়ামী পরিবার। রাফিউর রহমান খান ইউসুফজাইয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উক্ত চার ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাফিউর রহমান খান ইউসুফজাই বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মির্জাপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করছি। বিশেষ করে দলের অবহেলিত, অভিমানে দূরে সরে যাওয়া, নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ফিরিয়ে আনতে আমি সচেষ্ট থাকবো। দলের কাছে এলাকাবাসীর যে প্রত্যাশা, তা পূরণের জন্য ভবিষ্যতেও কাজ করবো। সামনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দলীয় ঐক্য জরুরি। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যানসহ সকলকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে ও দলনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অটুট রাখতে আমাদের ঐকান্তিকভাবে কাজ করতে হবে। আজকের এই গণসংবর্ধনা তথা মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার কথা আমি সব সময় মনে রাখবো।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here