
উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই, তাই আসন্ন জাতীয় নির্বাচনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিতে হবে। বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ এজেন্টস ফোরাম কর্তৃক ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৮ই মে সোমবার রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

কাস্টমস এজেন্টস এর বৃহত্তম এই ফোরাম এটির আয়োজন করে। আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। উক্ত ফোরামের সভাপতি শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান লাভলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব হাবিব হাসান এমপি, শিল্প পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মাহাবুবুর রহমান রিপন বিপিএম (বার), পিপিএম, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদু্ল্লাহ্, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী মন্ডল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ্ রহমান সহ অনেকে।
