২০/০৬/২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ

অপহরণ ও কিশোরীকে ধর্ষণ মামলায় মাদরাসার শিক্ষক গ্রেপ্তার

অপহরণ ও কিশোরীকে ধর্ষণ মামলায় সাইদুল (৩৮) নামে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক নেত্রকোনার মোহনগঞ্জ ‍উপজেলার সহিলদেও গ্রামের বজলু মিয়ার ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের দেওথান এলাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

বুধবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ ও পরে সেখান থেকে ভুক্তভোগীর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। এরআগে গত মঙ্গলবার মোহনগঞ্জ পৌরশহর এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার এবং এই দিনই তাকে জেলা আদালতে প্রেরণ করা হয় জানায় মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও মামলার অভিযোগ সুত্রে জানা যায়, গত ২২ মার্চ গ্রেফতারকৃত শিক্ষকের ভাই জয় কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করেন। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে কিশোরীকে ফেরত আনতে জয়ের বাড়িতে যান। এসময় জয়ের দুই ভাই সাইদুল, মাহাবুব ও বাবা বজলু মিয়া তারা তিনজনে ভয়-ভীতি দেখিয়ে কিশোরীর অভিভাবকদেরকে তাড়িয়ে দেন এবং জয়ের সাথে কিশোরীকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে জয় বিভিন্নস্থানে আটক রেখে কিশোরীকে ধর্ষণ করেছে।

গত ৯ এপ্রিল ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে জয় এবং তার দুই ভাই ও বাবাকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মোহনগঞ্জ থানাকে নির্দেশনা প্রদান করেন আদালত।

মোহনগঞ্জ থানার ওসি জানান, সাইদুলকে গ্রেফতার পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অপহৃতা কিশোরী কোথায় আছে জানায়। কিশোরীকে উদ্ধার ও ডাক্তারি পরীক্ষার জন্য আজ (বুধবার) নেত্রকোনা হাসপাতালে এবং পরে ভুক্তভোগীর জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, ভুক্তভোগী জবানবন্দির রেকর্ডের দিন আসামি জয় আদালতে আত্মসমর্পণ করেছে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

পড়ুন : চা স্টলে জমেছিল জুয়ার আসর, নেত্রকোনায় পুলিশের অভিযানে আটক-৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন