34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৩৮৯ জন

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৮৯ জনকে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি অন্যান্য অপরাধে আরও ৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১,১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টে এখন পর্যন্ত মোট ৪,৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, এই সময়ে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় তৈরি কুড়ালও জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

গাজীপুরের এ ঘটনার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই যৌথ বাহিনী সাড়াশি অভিযান শুরু করে।

এনএ/

দেখুন: কারা ডেভিল? কাদের ধরতে চলছে অপারেশন ডেভিল হান্ট?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন