অপারেশন ডেভিল হান্টে গত ০৯ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত নোয়াখালীতে ১০২জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন মোজামসহ (৪৭) ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেলসহ ৪ আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এরআগে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার তোতার বাজার থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম্মেল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া ২০১৮ সালে বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েকদিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলো।

এদিকে, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ইব্রাহীম বলেন,
অপারেশন ডেভিল হান্ট শুরু থেকে এই পর্যন্ত জেলায় ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয় ৪জনকে। অপরাধীদের গ্রেফতারে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পড়ুন:ঝিনাইদহে গুলিতে নিহত ৩: দুই দিনেও হয়নি মামলা
দেখুন : অপারেশন ডেভিল হান্ট: পুরুষ শূণ্য ধীরাশ্রম, গ্রে*প্তার ৮৩
ইম/