১৯/০৬/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গাবালীতে অপারেশন ডেভিল হান্টে দুইজন গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গাবালী সদর দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার রেজাজ মৃধা এবং রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সমর্থক মো. মুজিবুর রহমান। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে আব্দুল জব্বারকে পুলঘাট এলাকা থেকে এবং মুজিবুর রহমানকে খালগোড়া বাজার থেকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানা পুলিশ জানান, তাদের  বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা তিন নম্বর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন ।

পড়ুন: ভারতের হামলার জবাবে পাকিস্তানের ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু

দেখুন: বয়স্কদের অপারেশন করতে যে সব বিষয় লক্ষ রাখতে হবে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন