ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখনও শোবিজ অঙ্গনে বেশ সক্রিয়। যদিও দীর্ঘদিন ধরে সিনেমায় দেখা না গেলেও বিভিন্ন কমার্শিয়াল কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এছাড়া ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়ে বেশ আলোচনায়ও ছিলেন এই তারকা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস জানান, তিনি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এবং দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে চান। তিনি বলেন, “আমি পরিবর্তন এনেছি নিজের মধ্যে, নতুন কাজের জন্য অপেক্ষা করছি। দোয়া করবেন যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।”
এ সময় শাকিব খানকে নিয়ে প্রশংসা করেন অপু। তিনি জানান, নতুন প্রজন্মের পরিচালকরা ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এনেছেন, আর শাকিব খান তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটা বাস্তবে রূপ দিচ্ছেন। তার ভাষ্যে, “শাকিব খান অনেক আগে বলেছিলেন ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে, আর এখন তিনি সেটা কাজে পরিণত করে আমাদের সামনে তুলে ধরছেন।”
শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “ওনার সঙ্গে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার। সবকিছু পরিকল্পনার মধ্যে এলে হয়তো কাজ করার সুযোগ হতে পারে।”
শোবিজে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী অপু বিশ্বাস, দর্শকদের ভালোবাসায় নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান তিনি।
এনএ/