25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সারজিস আলমের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত : ছাত্রদল সভাপতি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দাবি করেছিলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত। তবে তার এ দাবিকে দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, পূর্বের রেষারেষির জের ধরেই সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছে। এ ঘটনায় সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। এতে ছাত্রদলের কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলে, সারজিস আলম ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি ও হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন ছোট-খাট ঘটনাতে উদ্দেশ্যপ্রণোধিতভাবে ছাত্রদলের নাম জড়ায়। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারজিসদের ওপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে। দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন : তরুণদের নতুন রাজনীতির কাছে প্রত্যাশা আকাশছোঁয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন