28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

অবশেষে বিপৎসীমার নিচে নামল গোমতী নদীর পানি

অবশেষে ‘কুমিল্লার দুঃখ’ খ্যাত গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৃষ্টিপাত কমে যাওয়া ও উজানের ঢল না নামায় গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।’

এর আগে, গত ২২ আগস্ট রাতে গোমতী নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এবং ভয়াবহ বন্যা সৃষ্টিে হয়।

বাঁধ ভাঙার পর থেকে কমা শুরু করে গোমতী নদীর পানি। গতকাল রাত ৯টার দিকে বিপৎসীমার সমান হয় এ নদীর পানি।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন