বিজ্ঞাপন
অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন।
সকাল ৯টার দিকে তিনি ঢাকা সামরিক হাসপাতালে মৃত্যুবরন করেন। তিনি কয়েক বছর ধরে নানান শারিরীক জটিলতায় ভুগছিলেন। ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক কণ্যা সন্তানের জনক।
তিনি বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান ও প্রথম ভাইস এডমিরাল ছিলেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সংসদ সরওয়ার জামাল নিজামের ছোট ভাই।
পড়ুন : চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসামীদের গ্রেপ্তারে র্যাব-৭ এর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস


