27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৪ বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ চিকিৎসকের মধ্যে সাতজনেরই বিচার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মঙ্গলবার (১১ মার্চ) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

২০২২ সালে মামলা দায়েরের পর প্রসিকিউটর ও বিচারকরা ৮ চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন। তারও দুই বছর পর সেই শুনানি শুরু হয়েছে।

অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু

এর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাকে। মৃত্যুর আগে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন ৬০ বছর বয়সী এই মহাতারকা।

আকস্মিক এই মৃত্যুতে ব্যাপক আলোড়ন তৈরি হয় গোটা বিশ্বে। মাদক সেবনের কারণে বিভিন্ন সমস্যায় ভুগলেও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে তার চিকিসকদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ডের শাস্তি পেতে পারেন তারা।

দেখুন: টিকটকারের বিরুদ্ধে থানায় ফারজানা সিঁথির মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন