অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দায় মডেলিং দিয়ে। এরপর ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে তিনি এবং অনন্ত জলিল একসঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন।
ছবিটির টেকনিক্যাল মান অন্য সিনেমার চেয়ে উন্নত হওয়ায় এটি বেশ আলোচিত হয়। যদিও পরে তারা একসঙ্গে আরও কিছু সিনেমা করেন, কিন্তু সেগুলো দর্শকদের বিশেষ সাড়া পায়নি।
বর্তমানে বর্ষা জানিয়েছেন যে তিনি সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে এ কথা বলেন বর্ষা। তিনি বলেন, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোন ছবি করব না।’
কেন সিনেমা করবেন না এ বিষয়ে বর্ষা বলেন, ‘আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততোদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে অনন্ত অভিনয় করবেন কিনা এ বিষয়ে বর্ষা বলেন, ‘অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরব। অন্য নারীদের দিয়ে তাকাবেও না।’
বিগত কয়েক বছর ধরেই ধর্ম কর্মে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। তার এমন পরিবর্তন দেখে নেটিজেনরা বেশ অবাক হয়েছেন।
এনএ/