28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

অভিযানে বন্ধের নির্দেশ, বাস্তবে ১৬ ইটভাটাই সচল

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৬ অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হলেও সেগুলো চালু রয়েছে। এক ইটভাটায় বসে ১৬ ইটভাটা থেকে ৩২ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেক ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা ও তাদের কাছে ইটাভাটার কার্যক্রম বন্ধের জন্য মুচলেকা নেয়া হয়। পরিবেশ অধিদপ্তর ১৬ টি ইটভাটা থেকে জরিমানা আদায় ও বন্ধে নির্দেশনার কথা জানালেও বাস্তবে সবই সচল দেখা গেছে। ভাটাগুলোতে ইট উৎপাদন ও বিক্র কোনো কিছুই বন্ধ হয়নি।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে অভিযান চালায়। অভিযানের পর পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করে বায়ুদূষণ করার অপরাধে বারোঘরিয়া এলাকার ১৬ ইটভাটা থেকে ৩২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ওইসব ভাটা বন্ধ রাখতে মুচলেকা নেয়ার কথা জানানো হয়। কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে ওইসব ইটভাটা বন্ধ রাখার কথা বলা হলেও বুধবার সব ইটভাটা সচল দেখা যায়। অথচ ইটভাটা গুলোর ইট পোড়ানোর কোনো অনুমতি নেই বলে জানা গেছে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবশে অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চলছে শতাধিক অবৈধ ইটভাটা। সম্প্রতি একযোগে অনুমোদনহীন এসব ইট ভাটায় কার্যক্রম শুরু হয়। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষ করে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব ভাটা কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইট ভাটা মালিক সমিতির মাধ্যমে ২ লাখ করে টাকা নিয়েছে স্থানীয় প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১১৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২০টি পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ৯৩টি অবৈধভাবে চলছে। সেই হিসেবে অবৈধ ইটভাটা থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়েছে স্থানীয় প্রশাসন।

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু সাঈদ বলেন, মঙ্গলবার অভিযান চালিয়ে ১৬ ইটভাটা থেকে ৩২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিয়মঅনুযায়ী কি ওই ইটভাটাগুলো চালু থাকার কথা এমন প্রশ্নে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট মৌখকভাবে তাদের ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ইটাভাটা মালিকদের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়েছে। মুচলেকায় বলা আছে, অবৈধ ইটাভাটা তারা চালাবেনা। যদি চালায়, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিলে তাদের কোন আপত্তি থাকবেনা। কিন্তু কবে থেকে কার্যক্রম বন্ধ করবে? জানতে চাইলে আবু সাঈদ বলেন, সময়সীমা বেঁধে দেয়া হয়নি। তাদের দ্রুতই বন্ধ করতে বলা হয়েছে। যেসব ইটভাটার মালিক নির্দেশনা অমান্য করবে, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: বান্দরবানে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা: অভিযানের পর উড়ছে চুল্লির ধোঁয়া

দেখুন: সাভারে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আরও ১২ জন গ্রেফতার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন