26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ভোলায় কোস্টগার্ডের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন আটক

ভোলায় কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১১ মার্চ) মধ্য রাতে সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়ন থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ ইমরান (২৭), মোঃ শহীদ (৪৭) ও সাগর (২৩)। আটককৃতরা ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ ইমরান (২৭), মোঃ শহীদ (৪৭) ও সাগর (২৩)কে ১০টি দেশীয় অস্ত্র, ৪ পিচ ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভোলা সদর মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

এনএ/

দেখুন: যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৭

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন