28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিচ্ছেদ জল্পনার মাঝে অভিষেকের ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য

ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম থেকেছে বলিউড। অপার কৌতূহল অনুরাগীদের মনেও। সত্যিই কি আলাদা থাকছেন তারা, ভাঙতে চলেছে তাদের সংসার- এমন নানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন অনুরাগীরা। তবে নিন্দকদের মুখে ছাই দিয়ে, নতুন বছরের গোড়াতেই মেয়ে-বউয়ের হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক। স্পষ্টবার্তা, একসঙ্গেই আছেন দুজনে। 

অভিষেক বচ্চন ২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন। সুপারস্টারের ছেলে হওয়ার সুবাদে বাবা অমিতাভ বচ্চন, কখনও স্ত্রীর সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে অভিষেকের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গে নানান কথা বলেন অভিষেক। বাবা অমিতাভ তো বটেই, স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়েও বড় মন্তব্য করতে কার্পণ্য করেননি অভিষেক।

পরিবারের সাফল্য, কৃতিত্ব এবং গৌরবের বোঝা কেরিয়ারের শুরু থেকে বয়ে বেড়াচ্ছেন অভিষেক। এগুলো কি তাঁর উপর প্রভাব ফেলে? জানতে চাইলে অভিষেক বলেন, ‘এটা কখনই সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনে শুনে আমি এই নিয়ে ইমিউন (প্রতিরোধী) হয়ে উঠেছি। আপনি যদি আমাকে আমার বাবার সাথে তুলনা করেন, আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। আপনি যদি আমাকে সেরাদের সাথে তুলনা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আমি এই মহান নামগুলির মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য। আমি এটাকে এভাবেই দেখি। আমার বাবা-মা আমার বাবা-মা, আমার পরিবার আমার পরিবার, আমার স্ত্রী আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তাঁরা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত’।

বাবার সাফল্য কিংবা নাম-যশ কোনওদিন তাঁর নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়নি জোর গলায় বললেন অভিষেক। ৮২ বছর বয়সেও কাজের প্রতি নিবেদিত প্রাণ অমিতাভ। বাবার প্রশংসা করে অভিষেক বলেন, ‘আমরা এখানে মুম্বাইয়ের একটি দুর্দান্ত এসি রুমে বসে এই সাক্ষাত্কারটি করছি, একটি দুর্দান্ত কাপ কফি খাচ্ছি এবং ৮২ বছর বয়সী এক অভিনেতা সকাল ৭ টা থেকে কেবিসির জন্য শুটিং করছেন। আমি সেরকমই হতে চাই। যখন আমি রাতে বিছানায় যাই, তখন আমি যা ভাবি যে আমার মেয়েও যেন আমার সম্পর্কে এটা বলতে সক্ষম হোক, ‘আরে, আমার বাবার বয়স ৮২ এবং তিনি এখনও কাজ করছেন’। 

উল্লেখ্য, অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিং-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান ও অভিষেক ভার্মা। এছাড়াও, রেমো ডি’সুজার বি হ্যাপি-তে দেখা মিলবে অভিষেকের।

পড়ুন : ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল!

দেখুন :পৃথিবীতে ঐশ্বরিয়ার মতো দেখতে আরও ৬ জন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন