23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আল্লু অর্জুন গ্রেফতার, ঘন্টা খানেকের মধ্যেই জামিন

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে হায়দারাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এ মামলায় এবার আল্লুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৩ ডিসেম্বর) এ খবর প্রকাশ্যে আসতেই ভারতের শোবিজে তোলপাড় শুরু হয়েছে।

চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের। সেই মর্মান্তিক খবর আল্লুর কানে পৌঁছতেই ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সাহায্য করেছেন অভিনেতা।

শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে আজ এই ঘটনার কারণে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণের এই সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

প্রিমিয়ারে আল্লু অর্জুন প্রবেশ করায়

হায়দরাবাদে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়ে। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশকে।

পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন ভারতীয় সিনেমার দক্ষিণের তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়।

এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারী। তার ৯ বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কারাগারে প্রেরণের ঘণ্টাখানেকের মধ্যেই জামিন দেওয়া হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট তার এ জামিন মঞ্জুর করেছে। ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখুন: যে কারণে শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু!

আরও পড়ুন: মুক্তির এক সপ্তাহ না যেতেই পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন