ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের সোনা জিতেছে স্পেন। স্বাগতিকদের ৫-৩ গোলে হারিয়ে ১৯৯২ সালের পর অলিম্পিক ফুটবলে সোনা জিতলো স্প্যানিশরা।
পার্ক দ্য প্রিন্সেসে নির্ধারিত সময়ে দুই দলই সমানে সমান। তাই খেলা গড়ালো অতিরিক্ত সময়ে।
আর সেই অতিরিক্ত সময়ে সের্হিও কামেয়োর জোড়া গোলে ৫-৩ গোলের জয় পায় স্প্যানিশরা। ৩২ বছর আগে ১৯৯২ সালে একবার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল স্পেন। এবার দ্বিতীয়বারের মতো অলিম্পিকে সোনা জিতলো স্পেন ফুটবল দল।