ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর মঞ্চে এটাই তার শেষ মৌসুম এমনটা আগেই জানিয়ে দিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। কিন্তু সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পান ত্রিনবাগো নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। এতে নিশ্চিত হয়ে যায় সিপিএলের বাকি মৌসুম খেলা হচ্ছে না তার।
এরপরেই জানান দিলেন সব ধরনের ক্রিকেট ছেড়ে দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা ব্রাভো। জাতীয় দলকে বিদায় দিয়েছেন ২০২১ সালে। আইপিএল অধ্যায় শেষ হয়েছে গেল মৌসুমে। শুরু করেছেন কোচিং। আইপিএলের চেন্নাই সুপার কিংস ও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করাও হয়ে গিয়েছে তার।
ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় ব্রাভো লিখেছেন, ‘হৃদয় চালিয়ে যেতে চায়, কিন্তু শরীর ব্যথা ও ধকল আর সহ্য করতে পারছে না। আমি নিজেকে এমন অবস্থানে ঠেলে দিতে পারব না, যেখানে সতীর্থ, ভক্ত কিংবা যে দলের প্রতিনিধিত্ব করছি, তারা আমার জন্য হতাশ হবে। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলছি, আমি আনুষ্ঠানিকভাবে খেলাটি থেকে আমার অবসর ঘোষণা করছি। আজ চ্যাম্পিয়ন বিদায় জানাচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজ আর ফ্র্যাঞ্চাইজ লিগ দাপিয়ে বেড়ানো ব্রাভো স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক। ৫৮২ ম্যাচের ৫৪৬ ইনিংসে বোলিং করে নিয়েছেন ৬১৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২৯৫ ম্যাচ খেলেছেন। জিতেছেন ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০১২ ও ২০১৬ সালে পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ।