অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গার্জের একটি স্কুলে গোলাগুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। যারমধ্যে হামলাকারীও আছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কতজন মারা গেছে তারা সেটি স্পষ্ট করে জানায়নি।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, হামলার পর ৯টি মরদেহ পাওয়া গেছে। যারমধ্যে হামলাকারীর মরদেহ আছে বলেও ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।
পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন, গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, একটি অভিযান চলছে এবং ড্রেইয়ার্সচুটজেনগাসেতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।
তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। যার মধ্যে ওই স্কুলের শিক্ষকরাও রয়েছেন।
ট্যাবলয়েড ক্রোনেন জেইতুং-এর মতে, হামলায় আটজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।
গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
পড়ুন: লস অ্যাঞ্জেলেসের সঙ্গে সংহতি জানিয়ে ডালাসে বিক্ষোভ, গ্রেপ্তার ১
এস