অস্ট্রেলিয়ার মধ্য-উত্তর উপকূলীয় অঞ্চলের বন্যায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৫০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত রোববার থেকে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ডুবে গেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উপকূলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর ও শহরতলী। বন্যায় এখন পর্যন্ত কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলের পঞ্চাশ হাজার মানুষ ডুবে যাওয়া ঘরবাড়িতে পানিবন্দি হয়ে আছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের প্রতিটি উপশহর। ভারী বর্ষণে পানি দ্রুত শহরে ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ সতর্কতা জারী থাকা সত্ত্বেও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ পায়নি উপকূলবাসী।
বিপদসীমার রেকর্ড উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে একাধিক নদীর পানি। সিডনী থেকে ব্রিসবেনের মধ্যবর্তী উপকূলে টানা পাচঁ দিন যাবৎ বৃষ্টিপাতে মহাসড়ক সম্পূর্ণ তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লোকালয়গুলো।
এখনও কার্যক্রম শুরু হয়নি স্থানীয় এয়ারপোর্টের। প্রবল বর্ষণ আর স্রোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় তৎপরতা বাড়াতে পার্শবর্তী অঙ্গরাজ্য থেকেও উদ্ধারকারি দল পাঠানো হয়েছে।
এরই মধ্যে বন্যাকবলিত কয়েকহাজার মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। দুর্গত অঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট মোকাবিলায় স্পিডবোটে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।
