অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়ে লিড নিয়েছে ভারত। সিডনি টেস্টে একক আধিপত্য চলছে পেসারদের। কিছুটা অবশ্য এগিয়ে ভারত। জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজরা ধস নামিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে। তাতে ১৮৫ রান করেও প্রথম ইনিংসে ৪ রানের লিড পেলো সফরকারীরা। সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে পেসাররা।
শনিবার (৪ জানুয়ারি) সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৪৮ ওভার খেলতেই অলআউট অস্ট্রেলিয়া। ৫১ ওভার ব্যাট করে দলের সংগ্রহ ১৮১ রান। আগের দিন ৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৯ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। ২টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও নীতিশ কুমার রেড্ডি।
দ্বিতীয় দিনের শুরুতে মার্নাস লাবুশেনকে (২) সাজঘরের পথে ফেরান বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব পাওয়া এ পেসার আগের দিন আউট করেছিলেন উসমান খাজাকে (২)। ক্রিজ আঁকড়ে ধরার চেষ্টায় থাকায় স্যাম কনস্টাসকে আউট করেন মোহাম্মদ সিরাজ। ৩৮ বলে ৩ চারের মারে থামে তার ইনিংস। একই ওভারে ট্রাভিস হেডকেও ফেরান সিরাজ। ৩৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন স্টিভ স্মিথ ও ব্যু ওয়েবস্টার। তবে তাদের জুটি বড় করতে দেননি প্রসিধ কৃষ্ণা। দলীয় ৯৬ রানে ব্যক্তিগত ৩৩ রানের ইনিংস খেলে আউট হন স্মিথ। মধ্যাহ্ন বিরতির পর চোটে পড়ে মাঠ ছাড়েন বুমরাহ। তার অনুপস্থিতিতে বাকি কাজরা সেরে নিয়েছেন সিরাজ-কৃষ্ণা ও রেড্ডিরা।

স্মিথের পর অ্যালেক্স ক্যারিকেও সাজঘরে ফেরান কৃষ্ণা। ৩৬ বলে ২১ রানে থামে তার ইনিংস। অন্যদিকে একপ্রান্ত আগলে রাখা ওয়েবস্টার ১০৫ বলে ৫ চারের মারে ৫৭ রান করে আউট হন। দলের সংগ্রহ তখন ৯ উইকেট হারিয়ে ১৬৬। শেষ উইকেটে নাথান লায়ান ও স্কট বোল্যান্ড মিলে আরও ১৫ রান যোগ করেন।
আগের দিন বোল্যান্ড-মিচেল স্টার্কদের তোপে ১৮৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। বোল্যান্ড ৪, স্টার্ক ৩ আর প্যাট কামিন্স ২ উইকেট শিকার করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশাভ পন্ত।
এনএ/