27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দেশীয় অস্ত্র চাকুসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সিদ্দিকুর রহমান (৩৫) ও মোঃ মনির হোসেন (৪০)।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ০৫:৩০ ঘটিকায় দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি সুইচ গিয়ার চাকু ও একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ উক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানার একটি টিম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা সূত্রে আরও জানা যায়, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে গাবতলী থেকে বেড়ীবাধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকে। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে মহিলা পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে জ্যামের সৃষ্টি হলে গ্রেফতারকৃতরা সিএনজির রেক্সিন কভার চাকু, ছুরি দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের তাৎক্ষনিক ভয়ভীতি দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএ/

আরও পড়ুন: ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

দেখুন: আদালত থেকে জ*ঙ্গি ছিনতাই: পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন