16 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

অস্থায়ীভাবে গোপন স্থানে সমাহিত করা হয়েছে নাসরুল্লাহকে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াতপ্রধান হাসান নাসরুল্লাহকে অস্থায়ীভাবে একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে। খবর আল-আরাবিয়ার।

আজ শুক্রবার (৪ অক্টোবর) হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছেন, ‘নাসরুল্লাহকে স্থায়ীভাবে দাফনের জন্য বড় জমায়েত হলে ইসরাইল সেখানেও হামলা চালাতে পারে। সেজন্য অস্থায়ীভাবে তাকে সমাহিত করা হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘হাসান নাসরুল্লাহকে অস্থায়ীভাবে সমাহিত করা হয়েছে, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়।’

প্রসঙ্গত, নাসরুল্লাহর দাফন শুক্রবার সম্পন্ন হবে বলে এক প্রতিবেদনে জানায় ইরানের সংবাদ সংস্থা ইরনা।

গতকাল ইরনার প্রতিবেদন জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালের দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে সাবরিন নিউজ বলেছে, হিজবুল্লহপ্রধানের দাফন কার্যক্রম শুক্রবার সম্পন্ন হবে।’

তবে এই প্রতিবেদনে নাসরুল্লাহর জানাজা কখন এবং কোথায় দাফন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন