ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও চিকিৎসা অনুষদের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রিহ্যাবিলিটেশন স্বাস্থ্য পেশায় চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়তে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশীপ দিচ্ছে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস। শতাধিক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে স্কলারশীপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা পর ভাইভার মাধ্যমে মেধাভিত্তিক শিক্ষার্থীদের মাঝে ফুল স্কলারশীপ সহ অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে একাডেমিক খরচের ৮০% বৃত্তি প্রদানকরা হয়েছে। পরীক্ষায় কলেজের গর্ভনীং বডির সদস্য সহ অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরীক্ষার পর রিহ্যাবিলিটেশন স্বাস্থ্য পেশা ও ক্যারিয়ার হিসেবে এর গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ।সেমিনারে কলেজ অধ্যক্ষ ডা. রোকশানা আক্তার ডা,ইকবালসহ শিক্ষকরা পেশার গুরুত্ব তুলে ধরেন। এই স্কলারশীপ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষৎ গড়ার ভূমিকায় ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর মহৎ উদ্দ্যোগকে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন।
পড়ুন: চোখের সামনেই শত শত কোটি ডলার চুরি
দেখুন: গাজা নাগরীর দিকে ছুটছে অগণিত ইসরায়েলি ট্যাংক!
ইম/


