১০/১১/২০২৫, ২৩:১২ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

বিজ্ঞাপন

শপথ নিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর ১৩-সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। সম্প্রতি আইইউটি অডিটোরিয়ামে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির আন্তরিক প্রচেষ্ঠা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আজিমউদ্দিন খান। তিনি বলেন, “আমরা একটি কমিউনিটি হিসেবে একে অপরের জন্য কাজ করতে ও সেবা দিতে আগ্রহী। পূর্বসূরীদের মতো নর্বনির্বাচিত কমিটি অ্যাসোশিয়েশনকে আরও সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করে তুলতে সর্বাত্তক প্রতেষ্টা চালাবেন।”

অনুষ্ঠানে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিনহাজ ফাহমি জানান, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের এক দশকেরও বেশি সময়ের বিশ্বাস ও আস্থা তাকে এই দায়িত্ব নিতে উদ্ধুদ্ধ করেছে। অ্যাসোসিয়েশনের সমৃদ্ধি ও উন্নয়নের যথাযথ দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শপথ নেয়া কমিটি’র অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজালাল হোসেন লিমন, কোষাধ্যক্ষ আসিফুর রহমান চৌধুরী, সংগঠনিক সম্পাদক শোয়াইব বিন নূর, সহকারী কোষাধ্যক্ষ মঞ্জুরুল হাসান বন্ধন, প্রকাশনা সম্পাদক দেওয়ান তারিকুল মান্নান, নির্বাহী সদস্য আদহাম আরিক রহমান, তাকিয়া মোশাররফ, সেগুফত আলম জারিফ, আরিফিন ইসলাম এবং মো. সাব্বির রহমান।

শপথ গ্রহনকালে সকল নবনির্বাচিত সদস্য প্রতিশ্রæতি ব্যক্ত করে বলেন, “ অ্যাসোসিয়েশনের মর্যাদা এবং আমাদের আলমা ম্যাটারের গৌরব বৃদ্ধি কল্পে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করব।

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অভিভাবক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম নবনির্বাচিত কমিটির প্রতি তার প্রত্যাশা ব্যক্ত করে অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার আহবান জানান।

অনুষ্ঠানে কমিটির বিদায়ী সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মইনুল মোমেন তাদের তিন বছরের সফল কার্যকাল স্মরণ করে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এছাড়া, নির্বাচনী প্রক্রিয়া চলাকালে বিভিন্ন চ্যালেঞ্জ ও তা সফলভাবে মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার রেজওয়ানুল হক।

পড়ুন : ছাত্রদলের তিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সেবা পেয়েছে আঠারোশো শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন