24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

আইনজীবী সাইফুল হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। 

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসে
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসে

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গুজব থেকে যেকোনো মূল্যে আমাদেরকে সজাগ থাকতে হবে। শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি–সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। 

উপদেষ্টা বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর, কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য–সম্প্রীতি, শান্তি–শৃঙ্খলা বিনষ্ট না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন  রায় পোদ্দারও উপস্থিত ছিলেন। পরে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা। তুলে দেন আর্থিক সহায়তার চেক।

টিএ/

পড়ুন: চট্টগ্রামের আইনজীবী হত্যায় ৩ মামলা, গ্রেফতার ৩৩
দেখুন: বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ ইসকন, বাংলাদেশে কবে?
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন