০৮/১১/২০২৫, ০:৫৪ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকার আইনশৃঙ্খলা ‘অনেক ভালো’: ডিএমপি কমিশনার

ঢাকার আইনশৃঙ্খলা অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মো. সাজ্জাত আলী বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই, সবকিছু মিলিয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ল অ্যান্ড অর্ডার ভেরি গুড, ইনশাল্লাহ। একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। আমি মনে করি বিচ্ছিন্ন একটি-দুটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। এভরিথিং ইজ নরমাল।’

সাজ্জাত আলী বলেন, ‘একটি ঘটনা সিগনিফিক্যান্ট (তাৎপর্যপূর্ণ)। এটা দু-দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। যে ঘটনার ৫ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাকসেসফুলি ওইটা হ্যান্ডেল করছি। আমার অফিসার, ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করছি।’

পুলিশ প্রধান বলেন, ‘প্রতিবারের মতো এবারও প্রথমে ভিভিআইপি, ভিআইপি তারপর জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত অর্থাৎ পশ্চিম পাশ থেকে উন্মুক্ত করে দেওয়া হবে। সকলকে অনুরোধ করবো, যারা রাতে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে ১২টা ৪০ মিনিটের দিকে আসেন।’

তিনি বলেন, ‘আজকে প্রথমে বিকেল ৫টায় পর থেকে পুলিশ ফোর্স নিয়োজিত থাকবেন। আগামীকাল বেলা ২টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং এবং ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা থাকবে। প্রচুর লোক সমাগম হয়, সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সঙ্গে সঙ্গে শহীদ মিনারের চতুর্পাশে এক কিলোমিটারের ভেতরে বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।’

এনএ/

দেখুন: কর্মব্যস্ততা বেড়েছে রাজধানীতে; সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন