ময়মনসিংহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যানজট নিরসন, বাল্যবিবাহ ও অপমৃত্যুরোধে গ্রাম্য আদালতের তৎপরতা বৃদ্ধিসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
আজ রবিবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সেনাবাহিনীর মেজর জায়েদ, বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জামায়াতের জেলা আমীর আব্দুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, সকল উপজেলা নির্বাহী অফিসার, মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপস্থিত ছিলেন।
এনএ/