১৪/০৬/২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ
29.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ

আইপিএলে ইতিহাস গড়লেন হার্শাল প্যাটেল

জাতীয় দলে খুব বড় ক্যারিয়ার না হলেও আইপিএলে কিংবা ভারতের ঘরোয়া ক্রিকেটে আস্থার নাম হার্শাল প্যাটেল। ফাস্ট বোলার হিসেবে দুবার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩২টি এবং ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে ২৪টি উইকেট নিয়ে জিতেছেন স্বীকৃতি।

দারুণ ধারাবাহিক এই পেসার গতকাল আইপিএলে রীতিমত রেকর্ডবুকই পালটে ফেলেছেন। সেখানে ভেঙেছেন আইপিএল কিংবদন্তি লাসিথ মালিঙ্গার কীর্তিকে। আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলার হিসাবে ১৫০টি উইকেট পূর্ণ করলেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার। লখনৌ ইনিংসের ১৬তম ওভারে এডেন মার্করামকে আউট করে ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান হার্শাল।

হার্শাল প্যাটেলের এই কীর্তিটা অবশ্য বলের হিসেবে। শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা আইপিএলে ১৫০ উইকেট পেতে বল করেছিলেন ২ হাজার ৪৪৪টি। আর হার্শাল ২ হাজার ৩৮১তম বলে পেলেন ১৫০তম উইকেট। তিনে থাকা যুজবেন্দ্র চাহাল ১৫০তম উইকেট পূর্ণ করেছিলেন ২ হাজার ৫৪৩তম বলে।

পড়ুন: আইপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

দেখুন: আইপিএলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন