১৯/০৬/২০২৫, ০:৩৫ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৩৫ পূর্বাহ্ণ

আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।

বিরতির পর আইপিএল আবারো শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।

আজ এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

আইপিএলের জন্য মুস্তাফিজকে ছাড়লেও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবেন এই পেসার। তবে এক ম্যাচ খেলেই ভারতের উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ, সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ।’

পড়ুন: ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

দেখুন: আইপিএলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা! 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন