২১/০৬/২০২৫, ২২:৪৭ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৪৭ অপরাহ্ণ

আইপ্যাডে চালু হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ

আইপ্যাডের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ। এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহারকারীরা এই ফিচারের জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। এবার মেটা এই দাবির প্রতি সাড়া দিয়ে অ্যাপ স্টোরে আইপ্যাডের জন্য তৈরি একেবারে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ উন্মুক্ত করেছে।

এতদিন আইপ্যাড ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো ওয়েব ভার্সনের মাধ্যমে। কিন্তু নতুন এই অ্যাপে থাকছে
একসঙ্গে ৩২ জন পর্যন্ত ভিডিও বা অডিও কলে অংশগ্রহণের সুযোগ। থাকছে স্ক্রিন শেয়ারের সুবিধা, যা কর্মক্ষেত্র বা ভার্চুয়াল মিটিংয়ে বেশ কার্যকর।

নতুন অ্যাপটি মেটার মাল্টি-ডিভাইস সিংক প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ আইফোন না থাকলেও অ্যাকাউন্ট সিংক করে আইপ্যাডে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

এছাড়া সংযোজিত হয়েছে ‘চ্যাট লক’ ফিচার – ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট লক করে রাখতে পারবেন। যাতে অন্য কেউ আইপ্যাড ব্যবহার করলেও ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত থাকবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, “আইপ্যাড ব্যবহারকারীদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের অনুরোধ আমরা সবচেয়ে বেশি পেয়েছি। তাই আমরা আনন্দিত যে, এখন থেকে আইপ্যাডেও পাওয়া যাবে পূর্ণাঙ্গ হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা।”

মেটা ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে এই আইপ্যাড অ্যাপে আরও নতুন ফিচার ও আপডেট আনা হবে। বর্তমানে অ্যাপটি বিশ্বব্যাপী উন্মুক্ত এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাচ্ছে।

পড়ুন: ১ জুন থেকে বন্ধ হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ’

দেখুন: বদলে যাচ্ছে স্মার্টফোন, যুক্ত হচ্ছে নতুন ফিচার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন