শেয়ারবাজারে গতি ফেরাতে আইসিবিকে ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু চলমান উচ্চসুদে এ অর্থ নিতে নারাজ আইসিবি। তাই এই অর্থের সুদহার কমাতে আইসিবির আবেদনে ইতিবাচক সাড়াও দিয়েছে সরকার।
![](https://nagorik.com/wp-content/uploads/2024/12/image-27-1024x547.png)
শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে আইসিবিকে ৩ হাজার কোটি টাকার গ্যারান্টি দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকও দিয়েছে সেই অর্থ । কিন্তু বাধ সেধেছে উচ্চ সুদহার।
![](https://nagorik.com/wp-content/uploads/2024/12/image-25.png)
এদিকে অর্থ বরাদ্দ নিতে আইসিবি অনীহা প্রকাশ করায় থমথমে রয়েছে শেয়ারবাজারের অবস্থা। রোববার সূচকের দিনভর উত্থান-পতনের খেলায় শেষ পর্যন্ত সূচক কমে সাড়ে সাত পয়েন্ট। এছাড়া লেনদেন ও বাজার মূলধনে পড়ে নেতিবাচক প্রভাব।
তবে আইসিবিকে অর্থ যে সুদ জটিলতা তৈরি হয়েছে তা কেটে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
ঋণের সুদ হার কমালে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করবে আইসিবি। আর তাতেই মন্দের ভালো হিসেবে দেখা যেতে পারে ইতিবাচক চিত্র।
টিএ/