১৫/১১/২০২৫, ২০:৩৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগের ডিএনএতেও গণতন্ত্র নেই: কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পিআর এর ভাষা হচ্ছে, মার্কার মধ্যে ভোট দিবে কে এমপি হবে জানে না। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবেনা। দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। বাংলাদেশ এখন নির্বাচনমুখী।”

শনিবার (২৩ আগস্ট) বিকালে কক্সবাজারের চকরিয়া কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের ভেতরে গণতন্ত্র ছিল না বলেই আজ তারা দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। তাই সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত।

তিনি আরও বলেন, বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। “বাংলাদেশের নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন নির্বাচন। সংস্কারের মধ্য দিয়ে জনগণের আশা পূরণ হবে।”

সালাহউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগের ডিএনএতেও গণতন্ত্র নেই, রক্তস্নাত আন্দোলনে পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ছিলনা। ফ‍্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় স্থগিত করা হয়েছে।

চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর আয়োজিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আসা অর্ধলক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে জনসভাটি রূপ নেয় এক বিশাল নির্বাচনী সমাবেশে।

বিজ্ঞাপন

পড়ুন:কক্সবাজারে অসুস্থ হয়ে যান উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন